চাঁপাইনবাবগঞ্জে যুবকের আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে ইব্রাহিম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে ইব্রাহিম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৫জুলাই)রাত্রি ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শহরের বালুবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম বলুবাগান এলাকার শামসুজ্জোহা ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মতিউর রহমান।
তিনি জানান,ইব্রাহিম মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয় এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়ে,আজ সন্ধ্যায় ইব্রাহিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ওসি আরও জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।