চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের কালেক্টর গ্রীণভিউ স্কুল মোড় ঘুড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়
অতিরিক্ত জেলা প্রশাসক মোসা: সালমা আক্তার (শিক্ষা ও আইসিটি)র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জেছের আলী।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মো: আব্দুর রাজ্জাক এর সঞ্চলনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক বৃন্দ, ছাত্র-ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভায় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ বলেন, প্রতিটি শ্রেণিশিক্ষক জানেন তার ক্লাসের কোন শিক্ষার্থী স্কুলে আসছে না এবং সহপাঠীরাও তা জানে। কিন্তু শিক্ষকদের সক্রিয় ভূমিকা না থাকা ও অভিভাবকদের অসচেতনতার কারণে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। অথচ সরকার প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষিত করতে নানা সুযোগ-সুবিধা প্রদান করছে।
তিনি আরও বলেন, যেদিন আমরা ঝরে পড়া রোধ করতে এবং সকল শিক্ষার্থীকে অন্তত এইচএসসি পর্যন্ত পড়াশোনার সুযোগ দিতে পারবো, সেদিনই সাক্ষরতা দিবস সফল হবে।
আলোচনায় বক্তারা প্রযুক্তিগত জ্ঞান ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের আহ্বান জানান।