চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হাস্তান্তর
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদী থেকে সামিরুল ইসলাম বাবু (১৮) নামে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদী থেকে সামিরুল ইসলাম বাবু (১৮) নামে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বুধবার বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ফরিদপুর বিওপি এবং ভারতের ৭১/খান্দুয়া বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩১/৯ এস হতে আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বাথানপাড়া এলাকা দিয়ে বিজিবির সহায়তায় মরদেহটি ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছিলেন, তিন দিন আগে মুর্শিদাবাদে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় বাবু। মঙ্গলবার বিকেলে মরদেহটি আলাতুলি এলাকায় পদ্মা নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আলাতুলি থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। মারা যাওয়া বাবু ভারতের পশ্চিবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার রামচন্দ্রপুর গ্রামের মো. ফারুকের ছেলে