বাঘায় চোর ও মাদক কারবারিসহ পাঁচজন আটক

রাজশাহীর বাঘায় মাদক উদ্ধার অভিযানে একজন চোর ও ইয়াবা,ফেনসিডিল,গাঁজাসহ মোট ৫ জন মাদককারবারিকেকে আটক করেছে বাঘা থানা পুলিশ

বাঘায় চোর ও মাদক কারবারিসহ পাঁচজন আটক

বাঘা রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় মাদক উদ্ধার অভিযানে একজন চোর ও ইয়াবা,ফেনসিডিল,গাঁজাসহ মোট ৫ জন মাদককারবারিকেকে আটক করেছে বাঘা থানা পুলিশ। শনিবার(২৮ জুন) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

থানা সূত্রে জানা যায়, শনিবার(২৮ জুন) রাতে মাদক উদ্ধার টিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গড়গড়ি ইউপি এলাকার খানপুর গ্রামের মৃত উজির প্রাং এর ছেলে মুকাদ্দেস প্রাং ওরফে মোকা (৩৪)কে ৫ বোতল ফেনসিডিল,আড়ানি ইউপি'র পিয়াদাপাড়ার খোরশেদের ছেলে রানা(৩২)কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ,কলিগ্রামের রমজিতের ছেলে রাশেদুল(৪০)কে ৫০০ গ্রাম গাঁজা ও বাউসা দীঘা দাবিয়াতলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন(৪৪)কে এক কেজি গাঁজাসহ ও বাজু বাঘা ইউপি এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত পেশাদার চোর তেপুকুরিয়া গ্রামের কানুর ছেলে

 ইয়াজুল (৫০)কে চুরি যাওয়া টাকা ও চুরির কাজে ব্যবহৃত রেঞ্জসহ আটক করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান জানান,রবিবার(২৯ জুন) সকালে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।