পাবনায় ব্রিজের দুই পাশে ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কার করলো শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন

পাবনায় ব্রিজের দুই পাশে ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কার করলো শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন

পাবনায় ব্রিজের দুই পাশে ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কার করলো শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন

পাবনা প্রতিনিধি:পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শোলাকুড়া গ্রামে ব্রিজ সংলগ্ন। স্কুলগামী রাস্তার দুই পাশে দীর্ঘদিন ধরে রাস্তা ভেঙে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছিলো সেই রাস্তা শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। 

রবিবার (২৯ডিসেম্বর) ফাউন্ডেশনের সমন্বয়ক মো: জিয়াউর রহমান জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই রাস্তার সংস্কারে স্থানীয় কর্তৃপক্ষের কোন উদ্যোগ না থাকায় শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষের আর্থিক অনুদানে এই সংস্কার কাজ করা হয়।

সংস্কার কাজে অংশ নেওয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মুহাম্মদ জানান, তারা ফাউন্ডেশনের এই উদ্যোগে সংস্কার কাজ করতে পেরে আনন্দিত।

স্থানীয় হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান উক্ত ফাউন্ডেশনের উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন বরাদ্দ না থাকায় ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে ওঠে না।স্থানীয় ছোটখাটো সংস্কার কাজ গ্রাম ভিত্তিক স্থানীয় ফাউন্ডেশন/সমিতি'র উদ্যোগে এভাবে করলে এই জাতীয় ঝুকিপূর্ণ রাস্তাঘাট গুলো দ্রুত এবং সহজে মেরামত করা যায়।