চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার
মাদক চোরাচালানের গোপন সংবাদে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোমস্তাপুর প্রতিনিধিঃমাদক চোরাচালানের গোপন সংবাদে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পাঁচটিকরী গ্রামের মোঃ ইব্রাহিম এর ছেলে মোঃ জাহিরুল ইসলাম (৪০) এবং মোঃ সাইদুর রহমান এর ছেলে মোঃ ওয়াসিম রেজা (৩৮)। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)'র এক প্রেসনোটে জানানো হয়,
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ'র তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার অন্তর্গত মকরমপুর টোল সেতুর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় মাদক পাচারকারী মোঃ জাহিরুল ইসলাম ও মোঃ ওয়াসিম রেজা কে ৭০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।