নাটোরে যাত্রীবাহী বাসে গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার
নাটোর জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদন: নাটোর জেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সদস্যরা।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এর নেতৃত্বে নাটোর জেলার নাটোর সদর থানাধীন ভাটোদারা পুরাতন হাসিনা হলের সামনে বগুড়া হতে নাটোরগামী মহাসড়কে একটি যাত্রীবাহী এ্যানী পরিবহন নামে বাস তল্লাশী করলে দুই যাত্রীর কাছে ২ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন চকলোকমান লতিফপুর কলোনী এলাকার আমজাদ আলীর ছেলে সাব্বির হোসেন (২৩) ও নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন কান্দাইল চৌদ্দমাথা এলাকার আনসার আলীর ছেলে রনি আহম্মেদ (২৮)
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।