রাজশাহীতে ফেন্সিডিল ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী জেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রাজশাহীতে ফেন্সিডিল ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি)একটি চৌকষ দল রাজশাহী জেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি:রাজশাহীর আরএমপি কর্ণহার থানাধীন স্বরমংলা এলাকার মৃত বয়েজ উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৬)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহীর কাশিয়াডাংগা থানাধীন হড়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর কাশিয়াডাংগা থানাধীন হড়গ্রামের কায়েস উদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া নিচ তলায় দুইটি কক্ষে তল্লাশী করলে খাটের নিচে মেঝেতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬০ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধারসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা গেছে,সোহেল রানা একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তিনি মাদকের চালান নিজে বহন করেন বলে জানা যায়।