চাঁপাইনবাবগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের সাথে মন্দির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

শারদীয় দূর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে আইন-শৃংখলা বিষয়ক সভা

চাঁপাইনবাবগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের সাথে মন্দির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :চাঁপাইনবাবগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. নুরুজ্জামান,চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এস এম জাকারিয়া, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আরমান হোসেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ।

যুগ্ম সম্পাদক পলাশ দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক তরুন কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিব সাহা, গোমস্তাপুরের পূজা উদযাপন পরিষদের সভাপতি সচিন দেব বর্মণ, নাচোল পুজা উদযাপন পরিষদের সভাপতি সুধেন চন্দ্র বর্মণ, ভোলাহাট পুজা উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ ঘোষ, শিবগঞ্জের পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ গড়গড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস প্রমুখ। 

সভায় পুলিশ সুপার রেজাউল করিম বলেন, জেলায় দূর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তায় আইনশৃংখলাবাহিনী দায়িত্ব পালন করবে। সব ধরনের গুজব থেকে সতর্ক থাকতে হবে। এছাড়া প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন,জরুরী পরিষেবার প্রয়োজনীয় মোবাইল নম্বর দৃশ্যমান রাখা ও নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠনে ব্যবস্থা নিতে হবে। 

সভায় উপস্থিত ছিলেন,বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, জেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।