নবীগঞ্জে পথশিশুদের মুখে হাসি ফোটাল স্বপ্নের ছায়া
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই মর্মবাণীকে ধারণ করে অসহায় ও অবহেলিত পথশিশুদের পাশে দাঁড়িয়েছে নবীগঞ্জের মানবিক সংগঠন স্বপ্নের ছায়া

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ”—এই মর্মবাণীকে ধারণ করে অসহায় ও অবহেলিত পথশিশুদের পাশে দাঁড়িয়েছে নবীগঞ্জের মানবিক সংগঠন স্বপ্নের ছায়া।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গাজির টেকে পথশিশু, রিকশাচালক ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করে সংগঠনটি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রায় ১০০ জনের হাতে পৌঁছে দেওয়া হয় প্যাকেটজাত দুপুরের খাবার।
এই আয়োজনের পেছনে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ফ্রান্স প্রবাসী মোহাম্মদ দিলু মিয়া তালুকদার। তার আর্থিক সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়ন করে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফজলু মিয়া বলেন,পথশিশুরাও আমাদের সমাজেরই অংশ। তাদের মৌলিক অধিকার—অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহাম্মদ দিলু মিয়া তালুকদার বলেন,একটি স্বাধীন রাষ্ট্রে পথশিশুরাও রাষ্ট্রের সম্পদ। তাদের জীবনমান উন্নয়নে ব্যক্তি ও সমাজ—উভয়েরই এগিয়ে আসা উচিত। উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও পথশিশুদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ববোধ তৈরি হওয়া প্রয়োজন।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সেলিম উদ্দিন বলেন,পথশিশুরাও মানুষ, তারাও কারও সন্তান। আমরা চাই, তারা যেন সম্মানজনক জীবনের অধিকার নিয়ে বেড়ে ওঠে। তাদের অধিকার রক্ষায় আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।
খাবার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া, ধর্মবিষয়ক সম্পাদক মো. সফর আলী, সাংবাদিক স্বপন রবি দাশ, মো. মুহিবুর রহমান, হারিছ মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সামাজিক সংগঠন স্বপ্নের ছায়া আশাবাদ ব্যক্ত করেছে—এই কার্যক্রমের মাধ্যমে পথশিশুদের মুখে হাসি ফোটানো সম্ভব হয়েছে, এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।
এ ধরনের উদ্যোগ নবীগঞ্জের সমাজচিত্রে মানবিকতা ও সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।