নাটোরে সাধু বাবার কাছে মিললো গাঁজা গ্রেফতার-২
নাটোর জেলায় ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিমের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন:নাটোর জেলায় ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিমের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন:নাটোর জেলার সুলতানপুর মধ্যপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম আলীর ছেলে হযরত আলী (৫৩) এবং নওগাঁ জেলার আত্রাই থানাধীন সাহেবগঞ্জ আদর্শপাড়া গুচ্ছগ্রাম এলাকার মৃত জসিম আলীর ছেলে জিয়াউর রহমান (৪৫)
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।
বিজ্ঞপ্তিতে আরও জানান,নাটোর জেলার নাটোর সদর থানাধীন পন্ডিতগ্রাম বাজার নলডাঙ্গা হতে নাটোরগামী মহাসড়কে মঙ্গলবার(৭ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সিএনজিতে থাকা দুই সাধু বাবাকে তল্লাশী করলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।