রাজশাহী দুর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসী হই, দেশের কল্যাণে কাজ করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৫

রাজশাহী দুর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

রাজশাহী প্রতিনিধিঃ আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসী হই, দেশের কল্যাণে কাজ করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৫। দিবসটি উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১০.৩০ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান গেট প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।

বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য কন্যাশিশুর অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মেয়েদের প্রতি বৈষম্য দূর করে তাদের স্বপ্নপূরণের সুযোগ সৃষ্টি করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হুদা, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা উপসহকারী পাট কর্মকর্তা তাবারক হোসেন এবং সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, সমাজের টেকসই উন্নয়নের জন্য কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের নেতৃত্বে আসবে—তাই তাদের বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

র‍্যালি ও আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা।