বেচি মুরগী-কিনি বই-একজন বই প্রেমিক নাহিদ উজ্জামান
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক অনন্য তরুণ মোঃ নাহিদ উজ্জামান নিজ উদ্যোগে গড়ে তুলেছেন শান্তি নিবিড় পাঠাগার, যেখানে বই পড়া থেকে শুরু করে বৃক্ষরোপণ ও অসহায়দের পাশে দাঁড়ানোর এক অনুকরণীয় নজির স্থাপন করেছেন তিনি।
 
                                শিবগঞ্জ প্রতিনিধিঃ আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক অনন্য তরুণ মোঃ নাহিদ উজ্জামান নিজ উদ্যোগে গড়ে তুলেছেন শান্তি নিবিড় পাঠাগার, যেখানে বই পড়া থেকে শুরু করে বৃক্ষরোপণ ও অসহায়দের পাশে দাঁড়ানোর এক অনুকরণীয় নজির স্থাপন করেছেন তিনি।

২০১৪ সালে এক দুর্ঘটনার পর থেকেই গাছ, পশুপাখি ও বইয়ের প্রতি ভালোবাসা তাকে বদলে দেয়। মুরগি ও কবুতরের বাচ্চা বড় করে বিক্রি করে জমানো টাকা দিয়ে গাইড বই, কোরআন শরীফ, উপন্যাস ও ধর্মীয় বই সংগ্রহ করে পাঠাগার গড়ে তোলেন তিনি।
২০২০ সালের ১৪ ফেব্রুয়ারিতে পাঠাগারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমানে প্রায় ৫,৬০০ বই রয়েছে এই পাঠাগারে, যেখান থেকে ঝরে পড়া শিক্ষার্থীরা বিনামূল্যে গাইড বই ও শিক্ষাসেবা পাচ্ছে।

এছাড়াও ঈদে অসহায়দের উপহার, রোগীদের সহায়তা, রাস্তার ধারে গাছ রোপণ এবং কোরআন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নাহিদ।
নাহিদ উজ্জামান বলেন, আমি অর্থ চাই না, চাই মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে, নাহিদ উজ্জামান এখন শুধু পাঠাগার সৃষ্টিকর্তা নয়, বরং শিবগঞ্জের একজন আলোকসজ্জা।

এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী বলেন, শান্তি নিবিড় পাঠাগার একটি ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ। তারা নিজের অর্থায়নে অসহায় দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করছে, গাছ লাগাচ্ছে এবং সামাজিক নানা কাজে সম্পৃক্ত। শান্তি নিবিড় পাঠাগার আমি যোগদানের পর থেকে দেখেছি আমাদের বই মেলাই তাদের স্টল ছিল, তারা এই স্টলের মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীদের কে বই দিয়েছে এবং পাঠাগারে বসে বই পড়ার ব্যবস্থা আছে যেখানে প্রতিদিন অনেক শিক্ষার্থী এসে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পাই, উপজেলা প্রশাসন সবসময় এমন ইতিবাচক কাজকে উৎসাহিত করে এবং পাশে থাকবে।

 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
