শিবগঞ্জে ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবন উদ্বোধন
শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে নবনির্মিত ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে নবনির্মিত ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই একাডেমিক ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল মালেক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবদুল্লাহ্ আল মামুন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিজভী আলম রানাসহ অন্যরা।