চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নেতা:চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাজারপাড়ার মৃত তোফাজ্জল হোসেন এর ছেলে জামান উদ্দিন (৫৬)
পুলিশ সূত্রে জানা যায়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম'র তত্ত্বাবধানে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকষ দল আজ বুধবার(২৩ জুলাই) গোমস্তাপুরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ চাঁপাই প্রেস'কে বলেন: জামান উদ্দিন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি এবং তার নামে ২০২৪ সালে বিস্ফোরক মামলা রয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।