চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুই ভাই গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযানে চালিয়ে গাঁজাসহ আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুই ভাই গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযানে চালিয়ে গাঁজাসহ আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আপন দুই ভাই তরিকুল ইসলাম টুটুল ও এমদাদুল হক।বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার এসআই আবু সাব্বির রাবু।

এসআই আবু সাব্বির রাবু জানান,গতকাল শনিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে গোমস্তাপুর উপজেলার অভিমুন্যপুর লালকোবরা গ্রাম মকরমপুর সেতুর টোলপ্লাজার সামনে রহনপুর বোয়ালিয়াগামী সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সবুজ রঙের ইজি বাইক (অটো চার্জার)গাড়িতে যাত্রীবেশে বিশেষভাবে লুকিয়ে রাখা তিন কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।