ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতির দাবিতে মাঠে নেমেছে একটি গোষ্ঠী-বিএনপি নেতা সাদিকুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সদস্য মো. সাদিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অর্ন্তবর্তীকালীন সরকার ঘোষিত নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে নেমেছে

ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতির দাবিতে মাঠে নেমেছে একটি গোষ্ঠী-বিএনপি নেতা সাদিকুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সদস্য মো. সাদিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অর্ন্তবর্তীকালীন সরকার ঘোষিত নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে নেমেছে। গত ১৭ বছরে কোন আন্দোলন-সংগ্রামে না থাকলে ২০২৪ সালের ০৫ আগস্টের পর থেকে নির্বাচনকে বানচাল করার জন্য মাঠে নেমে পড়েছে। পিআর পদ্ধতির নামে যে আন্দোলনের ডাক দেয়া হয়েছে, এদেশের জনগণ তা খাবে না এবং তা প্রত্যাহার করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন। 

এসময় তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এদেশের জনগণ তা বাস্তবায়ন দেখতে চাই। আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। আর তাই সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছি।

সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান বলেন, দেশের জনগণের ভোটে আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশে ৩১ দফার প্রতিফলন ঘটানো হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কারনে দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও আমরা আশাবাদী শীঘ্রই তিনি দেশে ফিরবেন। তার দেয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আলোকে দেশ গড়তে চাই। এলক্ষ্যে গ্রামে বাজারে পাড়া মহল্লায় জনসাধারণকে অবহিত করতে ৩১ দফা বিশিষ্ট লিফলেট বিতরণ করা হচ্ছে। ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।