গোমস্তাপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিতরণকালে তাকে গোমস্তাপুর থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউসার আহমেদ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা আছে। সেগুলোতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে পুকুর ও বালুমহল দখল এবং মাদক ও বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।