রহনপুরে দুস্থ চক্ষু রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে দুস্থ চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একদিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে

রহনপুরে দুস্থ চক্ষু রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে দুস্থ চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একদিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২০ সেপ্টেম্বর) সকালে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে এবং মুঃ জিয়াউল হক মুকুটের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, ডা. জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য এম. কোরাইশী, প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলীসহ মেডিকেল টিমের অন্যান্য সদস্যরা।দিনব্যাপী এ শিবিরে শতাধিক দুস্থ চক্ষু রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।