চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ ও যুবলীগ ছয় নেতাকর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ ছয়জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ ও যুবলীগ ছয় নেতাকর্মী গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ ছয়জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা 

গ্রেফতারকৃতরা হলেন:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন রেজা,শিবগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম,

চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ,চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা দুরুল,নাচোল পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর আনসারী ও বর্তমান শ্রমিকলীগ নেতা মিঠন।

পুলিশ সূত্রে জানা যায়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে সদর মডেল থানা-শিবগঞ্জ থানা-নাচোল থানার অফিসার ইনচার্জগণের তত্ত্বাবধানে পুলিশের চৌকষ টিম আজ বুধবার(২৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ এবং নাচোলে বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছয়জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার।