‎হবিগঞ্জ–১ আসনে এনসিপির মনোনয়নপত্র দাখিল করলেন দুর্জয় দাশ গুপ্ত

‎হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দুর্জয় দাশ গুপ্ত

‎হবিগঞ্জ–১ আসনে এনসিপির মনোনয়নপত্র দাখিল করলেন দুর্জয় দাশ গুপ্ত

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দুর্জয় দাশ গুপ্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় যে আলোচনা চলছে, তার মধ্যে এনসিপির তরুণ এই নেতার মনোনয়ন দাখিল নতুন মাত্রা যোগ করেছে।

‎দলীয় সূত্র জানায়, ১২ নভেম্বর দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্জয় দাশ গুপ্ত আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। দলীয় মনোনয়ন পেলে তিনি হবিগঞ্জ–১(নবীগঞ্জ -বাহুবল) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

‎দুর্জয় দাশ গুপ্ত জুলাই আন্দোলনের সময় বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং বর্তমানে ‘দ্যা রেড জুলাই’ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয়তা ও সাংগঠনিক ভূমিকার কারণে স্থানীয়ভাবে তিনি আলোচনায় রয়েছেন।

‎মনোনয়নপ্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এনসিপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা আরও স্পষ্ট হতে শুরু করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। হবিগঞ্জ -০১ (নবীগঞ্জ–বাহুবল) এলাকায় তাঁর প্রার্থীতা নিয়ে দলীয় ও স্থানীয় মহলে আলোচনাও বাড়ছে।