‎নবীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ

‎নবীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:‎হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

‎গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার মোংলাবাজার এলাকার আফজাল শরীফের পুত্র সেলিম মিয়া এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিঘীরপাড় গ্রামের আঃ বারেকের পুত্র ইয়াছিন। অভিযানের সময় আঃ বাছিত পলাতক থাকে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার(১৩আগষ্ট) রাত ৩টার দিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি শেখ মো কামরুজ্জামান দিকনির্দেশনায় ও এএসআই সানোয়ারের নেতৃত্বে একটি সঙ্গীয় দল ইমামবাড়ী বাজারস্থ আঃ বাছিতের বসতঘরে  তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সেলিম মিয়া ও ইয়াছিনকে গ্রেফতার করা হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শেখ মো :  কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক আসামি আঃ বাছিতকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।