চুয়াডাঙ্গায় মাদকসহ যুবক গ্রেফতার-১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুর ৩টা ৪০ মিনিটে সদর উপজেলার হকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির।
এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক কবির উদ্দিন তালুকদার ও অন্যান্য কর্মকর্তারা।
গ্রেফতারকৃত ব্যক্তি চুয়াডাঙ্গা সদর উপজেলার দিগড়ী গ্রামের মৃত ইনবির ছেলে আশিক (২৮) বলে জানা গেছে।অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আশিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।




