হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র নেতা মাহাদী হাসান ডিবির হাতে আটক
হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহাদী হাসান শনিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ ডিবি

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহাদী হাসান শনিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে আটক করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে সঙ্গে নিয়ে আসার সময় মাহাদী হাসান ও থানার কর্মকর্তা মধ্যেকার বাকবিতণ্ডায় জড়িয়ে হুমকি দিয়েছেন। বিষয়টি একটি ছেচল্লিশ সেকেন্ডের ভিডিওতে ধরা পড়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে মাহাদী হাসান বলেন, “আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করেছি। আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করেছেন, আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন।” এছাড়া তিনি বলেন, “বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে আমরা জ্বালাই দিয়েছি।
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




