‎নবীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরতলীর আক্রমপুর এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

‎নবীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্বপন রবি দাস হবিগঞ্জ:‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরতলীর আক্রমপুর এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়।

‎স্থানীয় সূত্র জানায়, সকালে এক নারী পুকুরে ভাসমান অবস্থায় কিছু দেখতে পান। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন এটি একটি মানুষের মরদেহ। পরে আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই সদরুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটিতে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুকুরের পাশে একটি ভাঙা সুপারি গাছ পড়ে ছিল এবং তার নিচে একটি জুতা দেখা যায়।

‎এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে, প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হতে পারে।

‎অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকেই ঘটনাস্থলে ভিড় জমালেও, মরদেহটি কার এবং কীভাবে সেখানে এলো তা এখনও নিশ্চিত হতে পারেনি কেউ।