ফরিদপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরের মধুখালীতে আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

ফরিদপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন–ইকবাল হোসেন মজুমদার ও মো. শিহাব। শুক্রবার রাতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজা এলাকায় অভিযানটি পরিচালনা করে।

শনিবার সকালে র‍্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রাতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজার ফরিদপুর টু মাগুরাগামী মহাসড়কে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে৷ এতে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজাসহ ইকবাল ও শিহাব নামের ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ হতে মাদক ক্রয়-বিক্রয়ের ১৬ হাজার ১৫০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।