চাঁপাইনবাবগঞ্জ তারুণ্যর উৎসব উদ্বাধন

তারুণ্যর উৎসব ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়

চাঁপাইনবাবগঞ্জ তারুণ্যর উৎসব উদ্বাধন

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ তারুণ্যর উৎসবর উদ্বাধন করা হয়েছে। সামবার (৩০ ডিসম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকর কার্যালয়ের সামনে ‘তারুণ্যর উৎসব-২০২৫’ উদ্‌যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্তাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-উপপাদ্যে র‌্যালিতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। 

সমৃদ্ধ বাংলাদশ গড়ার নিমিত্ত জুলাই-আগস্ট বিপ্লবর অনুপ্ররণায় উজ্জীবিত হয় ‘বাংলাদশ প্রিমিয়ার লীগ-২০২৫’-ক কদ্র কর ‘নতুন বাংলাদশ গড়ার লক্ষ্য তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপনের উদ্যাগ গ্রহণ করা হয়েছে। অন্যান্যর মদ্ধে র‌্যালিত অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদন্নীত প্রাপ্ত) মোঃ আবুল কালাম সাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, সদর উপজলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরর উপ-পরিচালক সাহিদা আখতার, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, বৈষম্য বিরাধী ছাত্র আদলানের কেদ্রীয় সহ-সমন্বয়ক কুরবাতুল আইন কানিজ, কেদ্রীয় অর্ডিনটর নিশাত আহমদ, সহ স্কাউট ও গার্লস গার্লস গাইডর সদস্য, বিভিন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষার্থী এবং বিভিন ইলক্ট্রনিক ও প্রিট মিডিয়ার সাংবাদিকবদ। ৫১ দিনব্যাপী এ উৎসবর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ক্রীড়া প্রতিযাগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যোম সচতনতামূলক প্রচার, আলাচনা অনুষ্ঠান সম্প্রচার, বইমেলা, কারু শিল্প মেলা, জুলাই বিল্পবের চিত্র প্রদর্শনী, ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদশ’ শীর্ষক কর্মশালা, পরিবশ দূষণ প্রতিকার সচতনতামূলক কার্যক্রম, স্মারক ডাকটিকট প্রকাশ, মোবাইল ডাটা প্যাকজ ঘোষণা, বিদ্যালয় পরিছনতা ও স্বাথ্য সেবা কার্যক্রম, চিত্রাঙ্কন প্রতিযাগিতা প্রতিযাগিতা ইত্যাদি আয়াজনর ব্যবস্থা করা হয়েছে বলে প্রধান উপদষ্টার কার্যালয় ও জেলা প্রশাসন সূত্র জানা যায়।