চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ ডেঙ্গুতে আক্রান্ত আরও ১২, হাসপাতালে ভর্তি ৩১
চাঁপাইনবাবগঞ্জে তিন বছরের এক শিশুসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন শনিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিঠালীতলা এলাকার তিন বছরের এক শিশুসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।
অন্যদের মধ্যে একজনের বাড়ি সদর উপজেলার সন্দুরপুর, একজনের কালিনগরা, একজনের ইসলামপুর, একজনের আমনুরা, একজনের পোলাডাঙ্গা, একজনের বাতেন খাঁর মোড়। এরা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন।
এছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন চারজন। তাদের মধ্যে একজনের বাড়ি কিরণগঞ্জ, একজনের লক্ষ্মীপুর, একজনের শ্যামপুর ও একজনের বাড়ি চতুরপুর গ্রামে।
এছাড়াও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন একজন। তার বাড়ি চরধরমপুর গ্রামে।
বর্তমানে জেলায় ২ শিশুসহ ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩১ জন। তার মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১০ জন পুরুষ ও ১২ নারীসহ ২২ জন, শিবগঞ্জে ৬ নারী ও ১ জন পুরুষসহ ৭ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও ১ নারীসহ ২ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং গতকাল শনিবার একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শনিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৫৩৪ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৪১৫ জন পুরুষ এবং ১১৯ জন নারী রয়েছেন।