বন্যার্তদের জন্য শুকনো খাবার দিলেন আজিজুর রহমান ফিরোজ

দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় বন্যার্তদের জন্য পাশে দাঁড়ালেন আজিজুর রহমান ফিরোজ মহরিল

বন্যার্তদের জন্য শুকনো খাবার দিলেন আজিজুর রহমান ফিরোজ

দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় বন্যার্তদের জন্য পাশে দাঁড়ালেন চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান ফিরোজ (মহরিল)।

শনিবার (২৪ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটের সাধারণ সম্পাদক গোলাম রশিদের হাতে মুড়ি ১২০ প্যাকেট ও ৩০০ পিস খাবার স্যালাইন শুকনো খাবারগুলো তুলে দেন আজিজুর রহমান ফিরোজ (মহরিল)।

এ সময় উপস্থিত ছিলেন( অব: প্রাপ্ত) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,জেলা স্কাউট লিডার খসরু পারভেজ,গোলাম সারোয়ার উপজেলা স্কাউট লিডার,নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্য আতিকা সানজিদা,নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খাতিজা খাতুন,রাকা খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আজিজুর রহমান ফিরোজ( মহরিল) আমাদের জানান,সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষ বাস্তুহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন। জান,মাল,ঘর-বাড়ি, অবকাঠামোসহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের এই ক্রান্তিকালে বন্যার্তদের জন্য মুড়ি ১২০ প্যাকেট ও ৩০০ পিস খাবার স্যালাইন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটের সাধারণ সম্পাদক গোলাম রশিদের হাতে হস্তান্তর করা হয়।