শিবগঞ্জ সীমান্তে ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৯ বিজিবি
শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাগলা নদীর পার থেকে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাগলা নদীর পার থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তা থেকে ৪৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।
৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়: গতকাল শুক্রবার রাত সাড়ে ১২ টার সময় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর দিকনির্দেশনায় সোনামসজিদ বিওপি এলাকার দায়িত্বপূর্ন সুবেদার শাহজাহান আলীর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের ভিতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাগলা নদীর পাড় এলাকায় ভারতীয় চোরাকারবারীরা ২টি বস্তা কলা গাছের ভেলাযোগে ভারতের ভিতর হতে পাগলা নদীতে ভাসিয়ে দিলে তা বাংলাদেশে ভিতরে প্রবেশ করলে বিজিবি টহলদল তা দেখতে পেয়ে বস্তা ২টি উদ্ধার করে।
এ সময় টহলদল ২টি বস্তা খুললে বস্তার ভিতরে ৪৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া,বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।