শিবগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা শাকিল গ্রেফতার
গত ২৩ জুন আওয়ামীলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং আনন্দ উল্লাস করায় মোঃ সাকিল (২৮) নামের একজনকে রবিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শিবগঞ্জ প্রতিনিধিঃ গত ২৩ জুন আওয়ামীলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং আনন্দ উল্লাস করায় মোঃ সাকিল (২৮) নামের একজনকে রবিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত:শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মোঃ মাসুদ এর ছেলে শাকিল(২৮)।
শাকিল শিবগঞ্জ উপজেলার কুমিরাদহ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের একটি মামলার আসামীও। শাকিল আওয়ালীগের নেতা হিসেবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলেও জানা গেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে আমাদের বলেন,আওয়ামীলীগ ও অংগ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং আনন্দ উল্লাস করায় শাকিল (২৮) নামের একজনকে রবিবার দিবাগত রাতে গ্রেফতার করেছে পুলিশ।
শাকিলকে শিবগঞ্জ উপজেলার কুমিরাদহ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের একটি মামলার আসামী হিসেবে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।