চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন
সারাদেশের সাথে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন
রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট। সারাদেশের সাথে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে শনিবার চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের ৫১২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরন শু হয়েছে। সদর ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্তর থেকে শনিবার বেলা ১১ টার দিকে নির্বাচনী সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ (সদর)-৩ আসনে ১১টি ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ৫টি দূর্গম কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল বিতরণ হলেও অন্যান্য কেন্দ্রে ব্যালট পেপার পাঠানে হবে ভোটের দিন সকালে।
নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে জেলার ৫'শ ১২টি কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে ১১ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন সেনাবাহিনী, ২০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৭ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন অফিস সুত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে পুরুষ ভোটার-২ লক্ষ ৪১ হাজার এবং মহিলা ভোটার-২ লক্ষ ৩০ হাজার ৮৮। মোট ভোটার-৪ লক্ষ ৭১ হাজার ৮৮জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসননে পুরুষ ভোটার-২ লক্ষ ১৪ হাজার ১৮২ এবং মহিলা ভোটার-২ লক্ষ ১৬ হাজার ৮৫৬। হিজড়া ভোটার-১ জন। মোট ভোটার-৪ লক্ষ ৩১ হাজার ৩৯ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পুরুষ ভোটার-২ লক্ষ ২৩ হাজার ১৫৩ জন এবং মহিলা ভোটার-২ লক্ষ ২০ হাজার ১০৩ জন। মোট ভোটার-৪ লক্ষ ৪৩ হাজার ২৫৬জন। চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে পুরুষ ভোটার-৬ লক্ষ ৭৮ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার-৬ লক্ষ ৬৭ হাজার ৪৭। হিজড়া ভোটার-১। মোট ভোটার-১৩ লক্ষ ৪৫ হাজার ৩৮৩। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মোট প্রার্থী ৭ জন। এর মধ্যে নৌকা প্রতীক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতীক, সাবেক এমপি গোলাম রাব্বানী কেটলি প্রতীক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হুদা মোমবাতি প্রতীক, এনপিপির প্রার্থী আব্দুল হালিম আম প্রতীক, বিএনএফের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু টেলিভিশন প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ভোট যুদ্ধ করছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট প্রার্থী ৫ জন।এর মধ্যে নৌকা প্রতীক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ঈগল প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ডাব প্রতীক, বিএনএফের প্রার্থী মো. আজিজুর রহমান টেলিভিশন প্রতীক এবং জাতীয় পার্টির প্রার্থী মোহা. আব্দুর রশিদ লাঙ্গল প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট প্রার্থী ৪ জন।
এর মধ্যে নৌকা প্রতীক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস, বিএনএম'র প্রার্থী মাওলানা আব্দুল মতিন নোঙ্গও প্রতীক, বিএনএফ প্রার্থী কামরুজ্জামান খান টেলিভিশন প্রতীক এবং এনপিপি'র প্রার্থী নাহিদুজ্জামান আম প্রতীক নিয়ে ভোট যুদ্ধ করছেন। জেলার ৩টি আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনকে বেছে নিবে জেলার ১৩ লাখ ৪৩ হাজার ভোটার। উল্লেখ্য, ৩০ নভেম্বর/২৩ মনোনয়নপত্র জমা দানের শেষ দিন পর্যন্ত আওয়ামীলীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি, জাকের পাটি, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এনপিপি ও বাংলাদেশ কংগ্রেস এর মোট ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। ৩ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে আপিলে প্রার্থীতা ফিরে পান সতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও সদর আসনের এনপিপি'র নাহিদ হোসেন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩জন প্রার্থীতা প্রত্যাহার করেন। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে মোট প্রার্থী ১৬জন। জেলার ৩টি আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৪ জন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৭ জন ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ৫ জন প্রার্থী রয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসীল মোতাবেক, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিলো ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর/২৩ এবং ভোট গ্রহণ ৭ জানুয়ারী/২৪।