চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ সম্পর্কিত কমিটির সভা ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ সম্পর্কিত কমিটির সভা ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভাগুলোয় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য তিনি ব্যবসায়িদের প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন—গতবছর ১২ সেপ্টেম্বর আমি এই জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলাম। আপনারা জানেন আমার পদোন্নতির পর আমাকে ধর্মমন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে। হয়ত চলতি মাসের শেষের দিকে নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্ব হাস্তান্তর করে আমি চলে যাব।

জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন—সরকারি চাকরিতে জনগণকে সেবাদানের যে সুযোগ আছে তা জেলা প্রশাসক হিসেবে মাঠ প্রশাসনে কাজ না করলে বুঝতে পারতাম না। জেলা প্রশাসক হিসেবে কাজ না করলে চাকরি জীবনের একটি বিরাট অংশ হয়ত আমার অপূর্ণই থেকে যেত। তবে কতটুকু সেবা দিতে পেরেছি তা জনগণই বিশ্লেষণ করবে।

তিনি বলেন-সকল মানুষেরই সফলতা ব্যর্থতা থাকে। তবে আমি চেষ্টা করেছি টিমওয়ার্কের ভিত্তিতে আপনাদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে এই জেলার উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার, এই জেলাকে এগিয়ে নেয়ার। আমরা সকলের সঙ্গে সমন্বয় করেই কাজ করেছি। আমি জ্ঞানত আপনাদের কারো কাছে কোনো অন্যায় কোনো আবদার করেনি। আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন।

সভায় পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ অনেকেই জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেন। সভাগুলোয় জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটিগুলোর সদস্যরা অংশগ্রহণ করেন।