চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মহিষ আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মহিষ আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৬টি মহিষ আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যায়,গোপন সংবাদের ভিত্তিতে( ২৩ জানুয়ারী) বিকাল পাঁচটার দিকে জহুরপুর বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩নং নারায়নপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ও চোরাচালানের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ভারতীয় ৬টি মহিষ আটক করা হয়েছে।
এ ঘটনায় আটককৃত মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন,চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।