চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ট্রাকসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও কার্গো ট্রাকসহ চালক ও তার সহকারী আটক

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ট্রাকসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা ও কার্গো ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করেছেন। 

আটককৃতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মো. মুসলিম উদ্দীনের ছেলে ট্রাকচালক মো. জাকার আলী ওরফে জাক্কার (৩৭) ও তার সহকারী একই গ্রামের মো. জাকির হোসেনের ছেলে মো. ফরহাদ আলী (২৭)।

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর হাতাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আরো দুজন পালিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কয়েকজন লোক কুমিল্লা হতে ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সহকারী উপপরিদর্শক মো. মামুনুর রশিদসহ একটি রেইডিং টিম দ্বারিয়াপুর হাতাপাড়া এলাকায় পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। একপর্যায়ে রাত ৮টার দিকে ওই ট্রাকটিকে সিগন্যাল লাইট প্রদর্শনের মাধ্যমে গতিরোধকালে চালকের সিটের পেছনে বসা দুজন ট্রাক থেকে লাফ দিয়ে পালিয়ে গেলেও চালক জাকার আলী ওরফে জাক্কার ও তার হেলপার ফরহাদ আলীকে ৩৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। সেই সঙ্গে গাঁজা বহনকারী ট্রাকটিও আটক করা হয়।