চাঁপাইনবাবগঞ্জে জেলা মডেল মসজিদে ভাঙচুর-আটক ১
চাঁপাইনবাবগঞ্জে জেলা মডেল মসজিদে ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে জেলা মডেল মসজিদে ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তি মসজিদের দোতলায় থাকা কাঁচ ও ফুলের টব ভাঙচুর করে। স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, আটক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় মনে হয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন। তিনি একেকবার ভিন্ন কথা বলছেন। তাঁর পরিচয় যাচাইয়ের কাজ চলছে।