চাঁপাইনবাবগঞ্জে সাত শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী-৪জনই ফেল

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত হয়েছে স্কুল কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জে সাত শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী-৪জনই ফেল
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে রয়েছেন ৭ জন শিক্ষক। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫ শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৪ জনই ফেল করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত হয়েছে স্কুল কর্তৃপক্ষ।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফলে দেখা যায়, আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয়া ৫ জনের সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন পাস করলেও বাকি সবাই ফেল করেছেন।

শিক্ষকরা জানান, আলাতুলি উচ্চ বিদ্যালয়টি ভারতীয় সীমান্তবর্তী চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এখানকার বেশিরভাগ মানুষ নিম্নআয়ের। ফলে এখানকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি পরিবারের আয়ের কাজে অংশ নিতে হয়। এসব কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিতি কম থাকায় লেখাপড়ায় ক্ষেত্রে কিছু ঘাটতি থেকে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদুজ্জামান জানান, এই বিদ্যালয় থেকে এবার ৭ শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ জন ছেলে ও ২ জন মেয়ে। বাকি ২ জন পরীক্ষায় অংশ নেয়নি। এখানে শিক্ষকের সংকট রয়েছে। এছাড়া এখানকার মেয়েদের বাল্যবিয়ে হয়ে যায়। ছেলেরা ক্লাসে উপস্থিত থাকতে চায় না। ফরে প্রতিষ্ঠানের রেজাল্ট খারাপ হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের বিদ্যালয়টি এমপিওভুক্ত। ৭ জন শিক্ষক রয়েছেন। দীর্ঘদিন ধরে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। ফলে বিদ্যালয়ে ইংরেজি পাঠদান ব্যাহত হচ্ছে। আগামীতে বিদ্যালয়ে পড়ালেখার বিষয়ে আরও ভালোভাবে নজর দেয়া হবে

এ বিষয়ে চাঁপাইনববাগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানান, ‘এবারের এসএসসি পরীক্ষায় যেসব বিদ্যালয়ে ফলাফল খারাপ হয়েছে, তাদের পড়ালেখা ও শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতি মনিটরিং করা হবে। ঝরে পড়া শিক্ষার্থীদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে আলাদাভাবে শিক্ষার সুযোগ করে দেয়া হবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম মোফাখাখারুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষার ফলাফলে রাজশাহী বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা।