চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

গোবরাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গোবরাতলা এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. আতাউল ইসলাম আজিজি,গোবরাতলা ইউনিয়ন পরিষদের মেম্বার মতিউর রহমান মতু, সাবেক মেম্বার কেতাবুল ইসলাম কেদু,গোবরাতলা মহিলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা,প্রভাষক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

বক্তারা গোবরাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তণ করে বকুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় করার সরকারী ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে এর প্রতিবাদ করেন এবং আগামী ৭ কর্ম দিবসে শতর্বষী বিদ্যালয়টির নাম পূনর্বহালের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে অন্যান্যের মধ্যে ফারহান ইসরাক চৌধুরী হিমেল, বাসুদেব সাহা, শিক্ষার্থী মাসুদ রানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।