চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে মারধর,প্রতিবাদে মহানন্দা সেতুর টোল প্লাজায় আগুন
এক শিক্ষার্থীকে মারধরের জেরে মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে
বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের জেরে মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (২ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।
পলিটেকনিক ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীর নাম মো. হুজাইফা। তিনি ইলেকট্রনিক্স বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মো. হুজাইফার সঙ্গে টোল আদায়ে নিয়োজিত কর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে টোল আদায়দের লোকজন হুজাইফাকে মারধর করেন।
এসময় একদল বিক্ষুব্ধ জনতা টোল প্লাজায় আগুন ধরিয়ে দেন। এছাড়া পাশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করেন।
এসময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন। এতে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সন্ধ্যা ৬টার দিকে প্রশাসন হস্তক্ষেপে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কটি যান চলাচলের স্বাভাবিক হয়।