চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে প্রবেশের সময় দুটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে প্রবেশের সময় দুটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। লাইনচ্যুতের ফলে রহনপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭৮ ডাউন কমিউটার ট্রেনটি আমনুরা জংশনে আটকা পড়ে।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে প্রবেশের সময় ট্রেনটির দুটি ওয়াগন লাইনচ্যুত হয়।
জানা যায়, দুপুর ১টায় ৭৮ ডাউন ট্রেনটি রহনপুর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে এবং বিকেল ৩টা ৪৯ মিনিটে ৭৭ আপ ট্রেন হিসেবে রাজশাহী থেকে রহনপুরে ফেরার কথা ছিল।
আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমনুরা পাওয়ার প্লান্টের জন্য ৩০টি বগিতে তেল নিয়ে একটি তেলবাহী ট্রেন শনিবার দুপুরে আমনুরায় আসছিল। আমনুরা জংশনে প্রবেশের সময় ট্রেনটির দুটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর–রাজশাহী রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং ৭৮ ডাউন ট্রেনটি জংশনে আটকা পড়ে।
তিনি আরও জানান, বিকেল ৫টার দিকে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত দুটি ওয়াগন উদ্ধারের কাজ শুরু করে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।




