চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ দুইজন আটক
চাঁপাইনবাবগঞ্জে ৮৮ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যলয়ের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদন: চাঁপাইনবাবগঞ্জে ৮৮ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যলয়ের সদস্যরা।
আটককৃত ব্যক্তিরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বালিয়াদিঘী মধ্য পাড়া গ্রামের মৃত-আনোয়ার হোসেন ছেলে আসামী মোঃ সাইম (২৩) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন মসজিদ পাড়া এলাকার মো: আলমগীর হোসেন ছেলে আসামী মো: শাহীন আলম আজম (২৩)
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন এর সার্বিক দিক-নির্দেশনায় গতকাল রবিবার (২৩ মার্চ) রাত্রি ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কালীতলা এলাকায় হক এন্টার প্রাইজের সামনে যাত্রীবাহী ব্যাটারী চালিত অটোরিকাশার পিছনে সীটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো ব্যাগ তল্লাশী করলে ৮৮ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।