নাটোরে অবৈধ রেকটিফাইড স্পিরিট জব্দ আটক-১

নাটোরে অভিযান চালিয়ে ৫০৭ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।

নাটোরে অবৈধ রেকটিফাইড স্পিরিট জব্দ আটক-১

নিজস্ব প্রতিবেদন:নাটোরে অভিযান চালিয়ে ৫০৭ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।

সোমবার (২৪ মার্চ) শহরের মাদরাসা মোড় এলাকার বেঙ্গল হোমিও হল থেকে এগুলো জব্দ করে তারা। এ সময় হোমিও হলের মালিক আব্দুস সালামকে আটক করা হয়।  

আটককৃত ব্যক্তি-নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুস সালাম(৪২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, সোমবার (২৪ মার্চ) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখা একটি দল বেঙ্গল হোমিও হলে অভিযান চালায়। সেখান থেকে ৫০৭ বোতল অবৈধ রেকটিফাইডসহ (অ্যালকোহল) সালামকে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।