নাটোরে একটি মিনি ট্রাকে ৬০ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করে ডিএনসি 

ডিএনসির অভিযানে নাটোর জেলায় গাঁজাসহ ৬ জন আটক

নাটোরে একটি মিনি ট্রাকে ৬০ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করে ডিএনসি 

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি) নাটোর জেলায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে নাটোর জেলার সদর থানাধীন হয়বতপুর বনপাড়ায় চেকপোস্ট বসিয়ে একটি মিনি ট্রাককে তল্লাশী করে ড্রাইভারের সিটের পিছনে অভিনব কায়দায় রাখা ৬০ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন : কুড়িগ্রাম জেলার কুটিনাওডাঙ্গা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে নুরুল আমিন (৩৬),কুড়িগ্রাম জেলার অনন্তপুর এলাকার আব্দুল করিম ছেলে নাজমুল হক (২৫), রংপুর জেলার দামুদ্দারপুর এলাকার মৃত আজাহার আলীর ছেলে আজমারুল ইসলাম বকুল (২৪),কুড়িগ্রাম জেলার উত্তর কাশিপুর এলাকার আব্দুল মজিদ সরকারের ছেলে নজরুল ইসলাম (৩২),কুড়িগ্রাম জেলার উত্তর কাশিপুর এলাকার আনোয়ার হোসেন ছেলে এরশাদুল হক (৩৫), কুড়িগ্রাম জেলার হাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মাহমুদুর রহমান (৩১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার নাটোর সদর থানাধীন হয়বতপুর বাজার জাকির ফল ভান্ডারের সামনে বনপাড়া একটি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করি এ সময় একটি মিনি ট্রাককে তল্লাশী করলে অভিনব কায়দায় সীটের নিচে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ৬ জনকে আটক করতে সক্ষম হয় 

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে