প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন শিবগঞ্জে কাটা হলো ৭৭ পাউন্ড কেক
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাটা হয়েছে ৭৭ পাউন্ডের একটি কেক। আয়োজনটি ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের।
গতকাল শনিবার শিবগঞ্জ পৌরসভার কারিপট্টি এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা থেকে রঙবেঙের পোশাক ও মাথায় টুপি পরে হাজার হাজার দলীয় নেতাকর্মী এসে যোগ দেন। তাদের উপস্থিতিতে কাটা হয় কেক। নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। তাদের মধ্যে জাগ্রত প্রাণচাঞ্চল্য।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বতর্মান সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এবং মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ দেশব্যাপী দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরেন বক্তারা।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। সবার কাছে দোয়া চেয়ে পাশে থাকার কথা বলেন সৈয়দ নজরুল ইসলাম।
এতে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু হেনা নাজমুল কবির মুক্তা, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।