ওমানে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

ওমানে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি: ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এর মধ্যে ৭ জনই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বলে জানা গেছে।

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিট) দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১১ জনের মধ্যে ৭ জন সন্দ্বীপের, ৩ জন হাতিয়ার এবং ১ জন মিরসরাইয়ের বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ জন ঘটনাস্থলেই নিহত হন আর ১ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সবাই মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। বুধবার দুপুরে সাগর থেকে কাজ শেষে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি একটি বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় উল্টে যায়, এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা জানান, মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি তদারকি করছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস।

নিহতদের পরিচয়: নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে মোহাম্মদ আমিন সওদাগর (পিতা আলী আকবর সেরাং), আরজু (পিতা শহীদ উল্লা), মোহাম্মদ বাবলু (পিতা মনু মিয়া), সাহাব উদ্দিন (পিতা সিদ্দিক আহমেদ), মোহাম্মদ রকি (পিতা ইব্রাহিম মিস্ত্রি) ও জুয়েল (পিতা জামাল উদ্দিন)।

এ ঘটনায় সারিকাইত ইউনিয়নে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রবাসে প্রিয়জন হারানোর খবরে আহাজারিতে ভেঙে পড়েছেন নিহতদের স্বজনরা