রাজশাহীতে দেড় কোটি টাকার মূলের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
রাজশাহীর বাঘায় সীমান্ত থেকে ১৫৬ কেজি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি।

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় সীমান্ত থেকে ১৫৬ কেজি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এ মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. সোহাগ মিলনের নেতৃত্বে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) আট সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তারা ১৫৬ কেজি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি আটক করতে সক্ষম হয়।
আটককৃত মূর্তির আনুমানিক মূল্য এক কোটি ছাপ্পান্ন লাখ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।