চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৪ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পিতা পুত্রসহ ৪ জন নিহত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা মোড়ে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী পিতা-পুত্র নিহত হয়েছে।অন্যদিকে প্রায় একই সময় গোমস্তাপুর উপজেলার তেঁতুলতলা মোড়ে ট্রাকের ধাক্কায় মারা গেছে এক ভ্যানচালক।
এ ছাড়াও বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার হরিপুরে ট্রাকের ধাক্কায় রাজু আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।
নিহতরা হলেন,শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষিপুর কালিনগর গ্রামের মো. মিজানুর রহমান (৪৫) এবং অপরজন মিজানুর রহমানের ছেলে সাগর হোসেন (১৮)। নিহতরা সম্পর্কে একে অপরের পিতা-পুত্র।
অন্যদিকে গোমস্তাপুরে নিহত ভ্যানচালক একই উপজেলার রহনপুর ইউনিয়নের পাথরপূজা গ্রামের মৃত খোদাবক্স আলীর ছেলে মো. বাবর আলী (২৫)।হরিপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার যৌবনলাইন পাড়ার রাজু আহমেদ (২৪) নিহত হয়।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে শিবগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে এবং গোমস্তাপুর উপজেলার তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে মোটরসাইকেলে পিতা ও পুত্র বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ফুলতলা মোড়ে ঐ মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মিজানুর রহমান নিহত হয় এবং স্থানীয়রা পুত্র সাগরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে পিতার মরদেহ উদ্ধার করেছে এবং অপরজনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ঘাতক ট্রাক আটক করা সম্ভব হয়নি। মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠানো এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সদর থানার ওসি রইস উদ্দীন বলেন, বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার হরিপুরে ট্রাকের ধাক্কায় রাজু আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।
পৃথক এ সব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।