নিয়ামতপুরে দূর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য স্লোগানে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস

নিয়ামতপুরে দূর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে "দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্য স্লোগানে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে "দূর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক" আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর)  উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা চত্বরে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাঃ মেহেদী হাসান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন প্রমূখ। 

আলোচনা সভায় বক্তারা আগামীর বাংলাদেশ গঠনে দূর্নীতি প্রতিরোধ করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং তরুনদের মূখ্য ভূমিকা পালনের আহ্বান জানান।