নিয়ামতপুরে বিএনপির ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ করেন সাবেক সাংসদ ডাঃ ছালেক চৌধুরী 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে নওগাঁর নিয়ামতপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো পরিচালনার ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ

নিয়ামতপুরে বিএনপির ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ করেন সাবেক সাংসদ ডাঃ ছালেক চৌধুরী 

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে নওগাঁর নিয়ামতপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো পরিচালনার ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ করেছেন বিএনপির সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী। সোমবার (৯ডিসেম্বর) নিয়ামতপুর সদরের উপজেলা গেট সংলগ্ন এলাকা থেকে পথচারী ও দোকানদারদের সাথে কুশল বিনিময় এবং ৩১ দফা সম্পর্কিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাইন, সাবেক বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান এমরান হোসেন, হাজিনগর ইউপি চেয়ারম্যান ও সাবেক ভিপি আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী প্রমূখ।

লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে ডাঃ ছালেক চৌধুরী সাংবাদিকদের বলেন, বিএনপি গণমানুষের দল, জনগণের অধিকারের জন্যেই বিএনপির রাজনীতি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের ৩১ দফা দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির উপায়।