নিয়ামতপুরে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা কৃষক দলের আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে উপজেলা কৃষক দলের আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) নিয়ামতপুর সদর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-১এর বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক
নূরে আলম মিঠু, খাইরুল আলম গোল্ডেন, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসাহাক আলী, সাজ্জাদ আলী টিটু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমূখ।
এর আগে অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মুনাজাত করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বদিউজ্জামান।




